পৃথিবীর পরিচিতি


 🌎 পৃথিবীর পরিচিতি 🌏


১.পৃথিবীর মোট আয়তন কত?
=৫১,০১,০০,৫০০বর্গ কিলোমিটার।
২.পৃথিবীর স্থল ভাগের আয়তন কত?
=১৪,৮৯,৫০,৩২০বর্গ কিলোমিটার(২৯%)।
৩.পৃথিবীর জলভাগের আয়তন কত?
=৩৬,১১,৪৮,২০০বর্গ কিলোমিটার(৭১%)।
৪.মোট সমূদ্র এলাকার আয়তন কত?
=৩৩কোটি ৫২লাখ ৫৮ হাজার বর্গ কি:মি:।
৫.পৃথিবীর মোট উপকূল রেখার আয়তন কত?
=৩লাখ ৫৬হাজার বর্গ কি:মি।
৬.পৃথিবীর সর্বচ্চো বিন্দুর নাম কি?
=মাউন্ট এভারেস্ট উচ্চতা ৮৮৫০ মিটার।
৭.পৃথিবীর সর্বনিম্ন বিন্দুর নাম কি?
=বেন্টলে সাবগ্লাসিয়াল ট্র্রেঞ্চ।
৮.পৃথিবীর মোট স্থল সীমা কত?
=২লাখ ৫০হাজার ৪৭২ কি:মি।
৯.বিশ্ব সর্বাধিক সীমন্ত বেস্টিত দেশ কোন গুলো?
=চীন ও রাশিয়া্।
১০.পৃথিবীতে পানি কত প্রকার?
=দুই প্রকার১.লবনাক্ত৯৭% ২.সুপেয়৩%।
১১.নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পরিধি কত?
=৪০,০৬৬কি:মি।
১২.মেরুরেখা বরাবর পৃথিবীর পরিধি কত?
=৩৯,৯৯২কি:মি।
১৩.নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত?
=১২৭৫৩কি:মি।
১৪.নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ কত?
=৬৩৭৬কিমি।
১৫.মেরুরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত?
=১২৭১০কিমি।
১৬.মেরুরেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ কত?
=৬৩৫৫কি:মি।
১৭.পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে কত সময় লাগে?
=৩৬৫দিন ৫ঘন্টা ৪৮মি ৪৭সেকেন্ড।
১৮.পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে কত?
=২৩ঘন্টা ৫৬মিনিট।
১৯.পৃথিবীর আবর্তনের গতি বেগ কত?
=৬৬,৭০০মাইল/ঘন্টা বা ১,,০৭,৩২০কি:মি।
২০.সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
=১৪কোটি ৯৫ লক্ষ কিমি প্রায়।
২১.পৃথিবীর একমাত্র উপগ্রহ কি?
=চাদ।
২২.পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কত তারিখ?
=২১জুন।
২৩.দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
=২২ডিসেম্বর।
২৪.সর্বত্র দিন রাত সমান কবে?
=২১মার্চ, ২৩ সেপ্টম্বর।
২৫.পৃথিবী কি কি উপাদান দিয়ে গঠিত ?
=লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%,সালফার ২.৭%নিকেল ২.৭%ক্যালসিয়াম ১.২% অ্যালুমিনিয়াম ০.৪%।
২৬.পৃথিবীতে মোট মহাসাগর কতটি?
=৫টি। প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিন বা এন্টার্কটিকাও উত্তর বা আর্কটিক মহাসাগর।
২৭.বৃহত্তম ও গভীর মহাসাগর কোনটি?
=প্রশান্ত মহাসাগর।
২৯.কোন মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত আছে?
=প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্ঝ।
৩০.পৃথিবীর গভীরতম সাগর কোনটি?
=ক্যারিবিয়ান সাগর যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬মিটার।
৩১.পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?
=দক্ষিন চীন সাগর যার আয়তন ২৯,৭৪,৬০০ বর্গ কি:মি।
৩১.পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
=নীল নদ ,আফ্রিকা.যার দৈর্ঘ্য ৬৬৬৯কিমি।
৩২.পৃথিবীর উচ্চতম দ্বীপের নাম কি?
=নিউগিনি (সমুদ্র তল থেকে যার উচ্চতা ৫০৩০মিটার বা ১৬৫০০ফুট।
৩৩.পৃথিবীর বৃহত্তম দ্বীপ হ্রদ কোনটি?
=ম্যানিটুলিন(হিউরন হ্রদ,আন্টরিও) যার আয়তন ১০৬৮ বর্গ কিমি।
৩৪.পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
=কাস্পিয়ান।
৩৫.পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
=বৈকাল ,রুশ ফেডারেশন , গভীরতা ৫৩১৫ ফুট বা ১৬২০মিটার।
তথ্যঃ- ইন্টারনেট, ফেসবুক গ্রুপ পোস্ট, পেজ পোস্ট, কমেন্টস, বন্ধুদের পোস্ট থেকে সংগ্রহ এবং সংযোজন করা এবং নানা জায়গায় পড়েছি, শুনেছি সেগুলো তুলে ধরলাম। যদি কোনো ভুল থাকে তার জন্য ক্ষমাপ্রার্থী 🙏 শুধু ভুল না লিখে সঙ্গে সঠিক টাও লিখবেন। শুধু ভুল আছে বলে নিজের জ্ঞানের পরিচয় দেবেন না🙏
একজনের পক্ষে সব কিছু জানা সম্ভব না কিন্তু সবাই কিছু না কিছু জেনে। অতএব আপনার জানা কোনো তথ্য থাকলে কমেন্টস করবেন, পরে যোগ করে দেবো অন্য বন্ধুরাও জানতে পারবে।
#Information: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
❤ ধন্যবাদ❤

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ