বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে জানুন


বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা সম্পর্কে জানুনঃ "


🌎--------------🏐-------------🏀-------------🎾-------------⚾
Ⓜ️1. ডুরান্ড লাইন --> পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
Ⓜ️2. ম্যাজিনো লাইন --> জার্মান আক্রমণ হতে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
Ⓜ️3. ম্যাকমোহন লাইন --> স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নি ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন।
Ⓜ️4. ওডেরনিস লাইন --> দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানী ও পোল্যান্ডের মধ্যে নিরূপতি সীমারেখা।
Ⓜ️5. র্যাডক্লিফ লাইন --> ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির পর স্যার সাইবিল র্যাডক্লিফ কর্তৃক ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
Ⓜ️6. সিগফ্রিড লইন --> জার্মানী কর্তৃক জার্মান-ফ্রান্সসীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
Ⓜ️7. হট লাইন --> কোন আকষ্মিক যুদ্ধ এড়ানোর জন্য ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে সরাসরি টেলিফোন লাইন।
Ⓜ️8. ১৭ তম অক্ষরেখা --> উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সীমানা নিরূপণকারী রেখা।
Ⓜ️9. ২৪ তম অক্ষরেখা --> পাকিস্তানের মতে এই অক্ষরেখাকেই ভারত ও পাকিস্তানের সীমারেখা ধরে কচ্ছ সীমারেখার সমস্যার সমাধান করা উচিত; ভারত এ দাবী প্রত্যাখ্যান করেছে।
Ⓜ️10. ৩৮ তম অক্ষরেখা --> উত্তর ওvদক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা।
Ⓜ️11. ৪৯ তম অক্ষরেখা --> যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিতকরণ রেখা।
Ⓜ️12. সনেরা লাইন --> মেক্সিকো - যুক্তরাষ্ট্র।
Ⓜ️13. লাইন অব ডিমারকেশন --> পর্তুগাল - স্পেন।
Ⓜ️14. আলপাইন লাইন --> ইতালি - ফ্রান্স।
Ⓜ️15. সিগফ্রিড লাইন --> জার্মানি - ফ্রান্স।
Ⓜ️16. ম্যাজিনো লাইন --> জার্মানি -ফ্রান্স।
Ⓜ️17. হিন্ডারবার্গ লাইন --> জার্মানি - পোল্যান্ড।
Ⓜ️18. ওডেরনিস লাইন --> জার্মানি - পোল্যান্ড।
Ⓜ️19. ফচ লাইন --> পোল্যান্ড -লিথুয়ানিয়া।
Ⓜ️20. কার্জন লাইন --> পোল্যান্ড - রাশিয়া।
Ⓜ️21. ম্যানারহেইম লাইন --> ফিনল্যান্ড - রাশিয়া।
Ⓜ️22. ব্লু লাইন --> লেবানন - ইসরাইল।
Ⓜ️24. ডুরান্ড লাইন --> আফগানিস্তান - পাকিস্তান।
Ⓜ️23. লাইন অব কন্ট্রোল --> ভারত - পাকিস্তান।
Ⓜ️27. লাইন অব একচুয়াল কন্ট্রোল --> চীন - ভারত।
Ⓜ️28. ম্যাকমোহন লাইন --> ভারত -চীন।
Ⓜ️29. মিলিটারি ডিমারকেশন লাইন --> উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম।
Ⓜ️30. নর্দান লিমিট লাইন/৩৮ ডিগ্রি অক্ষরেখা --> উত্তর কোরিয়া - দক্ষিণ কোরিয়া।
Ⓜ️31. পার্পল লাইন --> ইসরাইল - সিরিয়া।
Ⓜ️32. বারলেভ লাইন --> ইসরাইল - ফিলিস্তিন।
Ⓜ️33. র্যাডক্লিফ লাইন --> ভারত -পাকিস্তান/ বাংলাদেশ- ভারত বাংলাদেশ - মিয়ানমার।
#Information: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
____________♥️____________
♥️------।। ধন্যবাদ ।।------ ♥️

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ